Image

লোনের বিস্তারিত

  • ইএমআই:
  • মোট ইন্টারেস্ট:

লোন ক্যালকুলেটর কী?

কোনো প্রকল্প ক্রয়ের জন্য আপনি যদি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিতে চান, ‘লোন ক্যালকুলেটর’ সহজেই সঠিক হিসাব বের করে দেবে।

লোন ক্যালকুলেটর কীভাবে কাজ করে?

প্রথমে ‘লোনের পরিমাণ’ ও ‘সুদের হার’–এ পরিকল্পনা অনুযায়ী অংকটি বসান। তারপর ‘লোনের মেয়াদ’ অপশন থেকে যেকোনো একটি সিলেক্ট করুন। এরপর ‘ক্যালকুলেট’ বাটনে ক্লিক করলেই লোন অনুপাতে মাসিক কিস্তির পরিমাণ (ইএমআই) এবং মোট ইন্টারেস্ট কত—তা পেয়ে যাবেন।

* ফ্ল্যাট, জমি বা বাণিজ্যিক ভবন কেনার ব্যাপারে আপনার সিদ্ধান্তই চূড়ান্ত

আবাসন মেলা সর্বমোট ভিজিট করেছেনঃ ৫১৭০১৩ জন