সাউথ টাউন আবাসিক প্রকল্প

  • কেরানীগঞ্জ, ঢাকা
নগর ও নাগরিকদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঢাকা শহরে যানবাহন, কলকারখানা, শপিং মলসহ জীবন যাপনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের চাহিদাও বৃদ্ধি পায়। কিন্তু চাহিদার সঙ্গে সমন্বয় রেখে জমির পরিমান বৃদ্ধি পায়নি। ফলে দেখা দেয় সমন্বয়হীনতা। বাড়তে থাকে দূষণ, দেখা দেয় ভয়াবহ যানযট। এমনকি জীবনযাপন ব্যয়ও চলে যায় মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের নাগালের বাইরে। এমতাবস্থায়, বাংলাদেশ ডেভেলপমেন্ট গ্রুপের (বিডিজি) সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশে ডেভেলপমেন্ট কোম্পানি আবাসনের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে দূষণমুক্ত ও নির্মল পরিবেশে উন্নত নাগরিক জীবনের সকল সুবিধার সমন্বয়ে ঢাকা শহরের সকল প্রবেশ দ্বারে তৈরি করে ৫টি মেগা টাউন। যার অন্যতম মেঘাসিটি সাউথ টাউন। দেশ, মাটি ও মানুষের কল্যাণে নিয়োজিত এ প্রতিষ্ঠানের প্রতিটি টাউনই মেগা গেটেড কমিউনিটি বাস্তবায়নের পরিকল্পনায় করা। এক ঝলকে জেনে নিন কেন সাউথ টাউনে বিনিয়োগ করা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ।

যে সব সুবিধা থাকছে

  • ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ থেকে মাত্র ১২ মিনিটের দূরত্ব।

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন, তাই প্রতিদিনের জীবন হবে যানযটমুক্ত।

    বাংলাদেশের ২২টি জেলার মিলনমেলা হবে সাউথ টাউন। যার সাথেই সকল সংস্থার অনুমোদন এবং ড্যাপে আবাসিক জোন।

    সাউথ টাউন প্রকল্প সংলগ্ন সরকারি-বেসরকারি অসংখ্য প্রতিষ্ঠান ইতোমধ্য গড়ে উঠছে। যেমন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়,

  • কেন্দ্রীয় কারাগার,
  • ডিওএইচএস,
  • পুলিশ লাইন,
  • রাজউকের ঝিলমিল প্রকল্প
  • র‌্যাব-১০ এর সদর দপ্তর,
  • পল্লী উন্নয়ন বোর্ড,
  • ওয়াসা (যা সাউথ টাউনের সীমানার ভেতর),
  • ঢাকা-কুয়ালালামপুর হাসপাতাল (প্রস্তাবিত),
  • অলেম্পিক ভিলেজ (প্রস্তাবিত), আধুনিক বিমানবন্দর,
  • দেশের সর্বাধুনিক রেললাইন
  •  

    প্রকল্পের অভ্যন্তরে থাকবে শপিংমল, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিনোদন পার্ক, নয়নাভিরাম প্রাকৃতিক লেক, খেলার মাঠ, বিদ্যুত সাব-স্টেশন, হ্যালিপ্যাডসহ উন্নত নাগরিক জীবনের সকল আধুনিক সুবিধা। প্রকল্পে আরও থাকছে নিজস্ব আন্তর্জাতিক মানের মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, কালচারাল সেন্টার এবং আন্তর্জাতিক মানের ফুডকোট। 

     

    প্রকল্প এলাকায় পদ্মাসেতুর অবস্থান হওয়ায় কারণে উক্ত এলাকা ঘিরে রয়েছে বাংলাদেশ সরকারের বহুমুখী উন্নয়ন পরিকল্পনা। গড়ে উঠবে হংকং-এর আদলে শহর, স্থাপিত হবে বঙ্গবন্ধু বিমানবন্দর, আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স, দেশের ২য় বৃহত্তম রেলওয়ে জংশন (ঢাকা-কোলকাতা) ও স্টেশন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, পোশাক ও বস্ত্র এবং দেশের সর্ববৃহত অর্থনৈতিক অঞ্চল। 

ভিডিও

ভিডিও
আরও বিস্তারিত তথ্য পেতে ডাউনলোড করুন
* ফ্ল্যাট, জমি বা বাণিজ্যিক ভবন কেনার ব্যাপারে আপনার সিদ্ধান্তই চূড়ান্ত

আবাসন মেলা সর্বমোট ভিজিট করেছেনঃ ১৪৬৪২০৪ জন